শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

শহিদ আবু সাঈদের কটূক্তিকারী ঊর্মির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পীরগঞ্জে মানববন্ধন 

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

শহিদ আবু সাঈদের কটূক্তিকারী ঊর্মির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পীরগঞ্জে মানববন্ধন 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত শহিদ আবু সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি কটূক্তিমূলক বক্তব্য ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে পীরগঞ্জবাসী। 

মঙ্গলবার (৮ অক্টোবর) শহিদ আবু সাঈদের পরিবার ও সর্বস্তরের জনসাধারণের পক্ষে পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী পলাশ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন, শহিদ আবু সাইদের বড় ভাই রমজান আলী, আবুল হোসেন, ছাত্র সমন্বয়ক নাহিদ ইসলাম প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের জন্য যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল সে আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার এ মৃত্যু গোটা দেশ তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। অথচ সরকারের একজন কর্মকর্তা হয়ে আবু সাঈদ সম্পর্কে ম্যাজিস্ট্রেট উর্মি যে ধৃষ্টতা দেখিয়েছে তা গ্রহণযোগ্য নয়। 

টিএইচ